রাঙ্গামাটি মেডিকেল ইচিপের সভাপতি ডা. ইরফান, সম্পাদক ডা. ইসমাইল

মেডিভয়েস রিপোর্ট: রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ডা. মো. ইরফান বিন কায়েছ ও সাধারণ সম্পাদক পদে ডা. মো. ইসমাইল নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) ইচিপের সভাপতি ডা. এ কে এম কামরুজ্জামান (রিয়াদ) ও সাধারণ সম্পাদক ডা. রিদওয়ান আহমেদ রিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত মেডিকেল কলেজের কনফারেন্স রুমে ইন্টার্ন চিকিৎসকদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, ‘এ নির্বাচনে শতভাগ ভোট পড়েছে। রাঙামাটি মেডিকেলে এটিই প্রথম ইন্টার্ন চিকিৎসকদের ভোটে নির্বাচিত নেতৃত্ব।’
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ডা. সামিন ইয়াসার, ডা. রাফিউল ইসলাম সুধা, ডা. দীপ্ত দাশ তীর্থ ও ডা. জয়শীষ চাকমা নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ডা. সাদিয়া খাতুন, ডা. সুরেন্দ্রী চাকমা, ডা. মুনতাসির মঈন ও ডা. প্রসেনজিৎ পাল দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ডা. মোহাম্মদ সাজিদ হোসাইন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে ডা. তুষার শুভ্র বড়ুয়া, ডা. খালিদ আহমেদ ও ডা. মো. আবু তালিব হেলালী নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া অর্থ সম্পাদক পদে ডা. তামান্না আনোয়ার, যুগ্ম অর্থ সম্পাদক পদে ডা. মো. হাসানুজ্জামান, দপ্তর সম্পাদক পদে ডা. ঈশিতা দে, যুগ্ম দপ্তর সম্পাদক পদে আদিবা আজিজ, রোগী কল্যাণ সম্পাদক পদে ডা. বৈশাখী চাকমা, যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক পদে ডা. সাদিয়া আলম উষা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ডা. সাবিহা জাহান, সমাজ কল্যাণ সম্পাদক পদে ডা. এলি ত্রিপুরা, যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক পদে ডা. তাবাসসুম সুলতানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডা. নাফিউ ইলমা নূর, যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডা. নাসরিন সুলতানা তন্নী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে খয় খয় সিং মারমা নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে ডা. নাজিয়াতুন নুহা, ডা. সায়মা ইসলাম, ডা. সায়েদা নুজহাত মেহজাবীন, ডা. উসাং চিং মারমা, ডা. আবিদ হাসান, ডা. প্রমিতি চাকমা, ডা. সুমাইয়া বিনতে আমিন, ডা. শামীমা আফরোজ ও ডা. বোধি প্রিয় চাকমা দায়িত্ব পেয়েছেন।
জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি ডা. ইরফান মেডিভয়েসকে বলেন, ‘ইন্টার্ন চিকিৎসক পরিষদ আগামী এক বছর রাঙ্গামাটির মানুষের সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালের প্রতিটি সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর থাকবে। সেইসঙ্গে ইন্টার্ন চিকিৎসকসহ সকল চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাবে এই পরিষদ।’
তিনি আরও বলেন, ‘সরকারি হাসপাতালে বেশির ভাগ দরিদ্র রোগীরাই আসেন। তাই রোগীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই কমিটি সবসময় কাজ করে যাবে। এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে রাঙ্গামাটিবাসীর সহযোগীতা কামনা করছি।’
এ প্রসঙ্গে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. ইসমাইল বলেন, ‘ইরফান-ঈসমাইল পরিষদের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। নব-গঠিত এই কমিটির লক্ষ্য থাকবে পূর্বের কার্যক্রমকে সচল রেখে নতুন গতিতে এগিয়ে যাওয়া। সেইসঙ্গে রাঙামাটিবাসীর স্বাস্থ্যসেবার মানকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করতে আমাদের কমিটি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। এ ছাড়া হাসপাতালের পরিবেশ, রোগী এবং চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট সকলের কর্মস্থলের নিরাপত্তা বজায় রাখতে এই কমিটি কাজ করবে। আশা করছি, এ ব্যাপারে আমরা সাধারণ জনগন ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করতে সক্ষম হব, ইনশাল্লাহ।’
এদিকে ইচিপের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাঙ্গামাটি মেডিকেল থেকে সদ্য পাশকৃত ইন্টার্ন চিকিৎসকদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম পরিচালনা করার জন্য আগামী এক বছরের জন্য ২০১৭-১৮,২০১৬-১৭, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইন্টার্ন চিকিৎসকদের সর্বসম্মতিক্রমে নিম্নবর্ণিত ৩৬ সদস্যের কার্যকরী পরিষদ অনুমোদন দেওয়া হলো। নতুন কমিটি আগামী ১৫ অক্টোবর থেকে সাংগঠনিক সকল কার্যক্রম শুরু করবেন।’
-
১৬ সেপ্টেম্বর, ২০২৩
-
১৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১৩ সেপ্টেম্বর, ২০২৩
-
৩০ নভেম্বর, ২০২২
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
০৩ অগাস্ট, ২০২১
-
০১ অগাস্ট, ২০২১
-
০৬ জুলাই, ২০২১