বেসরকারি মেডিকেলের শূন্য আসনের তালিকা প্রকাশ সোমবার

মেডিভয়েস রিপোর্ট: দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির জন্য এখনো ৭৩১টি ফাঁকা রয়েছে। এসব আসনে শিক্ষার্থী ভর্তির জন্য আগামীকাল (২৮ আগস্ট) তালিকা প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এসব শূন্য আসনে ২৫ সেপ্টেম্বর ভর্তি শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত।
সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ‘আগামী ২৮ অগস্ট তারিখ বেসরকারি মেডিকেল কলেজ সমূহের শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে। ২৯ আগস্ট দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ৯ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।’
এতে আরও বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের প্রাথমিক নির্বাচনের এসএমএস প্রদান করা হবে ১২ সেপ্টেম্বর। প্রাথমিক নিশ্চায়নের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। দ্বিতীয় নির্বাচনের এসএমএস প্রদান করা হবে ১৮ সেপ্টেম্বর এবং দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। ওয়েবসাইটে শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর।’
শিক্ষাথীরা ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ভর্তি হতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, স্ব-অর্থায়নে ভর্তিরত মাইগ্রেশনে আগ্রহী শিক্ষার্থীগণ আগামী ১৭-০৮-২০২৩ খ্রি. তারিখের মধ্যে মাইগ্রেশন ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের মাধ্যমে আবেদন করবেন। ঐচ্ছিক মাইগ্রেশন ফরম অধ্যক্ষের দপ্তর হতে পাওয়া যাবে।
২০২২-২৩ খ্রি. শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিরত শিক্ষার্থীগণ আগামী ১৭-০৮-২০২৩ খ্রি. তারিখের মধ্যে সংযুক্ত ছক মোতাবেক তথ্য পূরণ করে ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য অধ্যক্ষ বরাবর আবেদন দাখিল করবেন। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অধ্যক্ষ মহোদয় আগামী ২০/০৮/২০২৩ খ্রি. তারিখের মধ্যে আবেদনপত্রসমূহ অগ্রায়ন করে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে প্রেরণ করবেন। কোনো শিক্ষার্থীর মাইগ্রেশন হলে সংশ্লিষ্ট কলেজ উক্ত শিক্ষার্থী প্রদত্ত অর্থ মাইগ্রেশনকৃত কলেজে প্রেরণ করবেন। ঐচ্ছিক মাইগ্রেশনের আবেদনের নমুনা কপি সংযুক্ত রয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ০৫.০৬.২০২৩ খ্রি. তারিখের ৬৩০ নং স্মারক অনুযায়ী অনলাইনে আবেদনকৃত ভর্তিচ্ছু প্রার্থীদের যারা অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। কলেজ নির্বাচনে পূর্বের আবেদন বিবেচনা করা হবে। বেসরকারি মেডিকেল কলেজসমূহে পূর্বে আবেদনকৃত শিক্ষার্থীগণের মধ্যে যারা নিশ্চায়ন করেননি, নিশ্চায়ন পরবর্তী সময়ে নির্বাচিত কলেজে ভর্তি হননি তারা অনলাইন আবেদন করতে পারবেন।
অনলাইন আবেদন
শিক্ষার্থীকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য ব্যবহৃত USER ID ও Password এর মাধ্যমে টেলিটক সফটওয়্যারে MBBS Non Government ট্যাব নির্বাচন করে ওয়েব লিংক এ লগ ইন করতে হবে। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করার সময় প্রার্থীরা MBBS 2023 ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য যে প্রমাণপত্র ব্যবহার করেছেন, তা সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে যাচিত হবে।
ওয়েব লিংকে প্রদর্শিত মেডিকেল কলেজসমূহ হতে তার পছন্দক্রম উল্লেখ করে আবেদন করবে। পরবর্তীতে আবেদন পছন্দক্রম ও মেধা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীর জন্য যোগ্য মেডিকেল কলেজ নির্ধারিত হবে। ছেলেদের ৬০টি মেডিকেল কলেজ ও মেয়েদের ৬৬টি মেডিকেল কলেজের মধ্যে আসন শূন্য রয়েছে এরূপ মেডিকেল কলেজ/কলেজসমূহের এক বা একাধিক পছন্দক্রম উল্লেখ করা যাবে।
বেসরকারি মেডিকেলসমূহে ভর্তিরত শিক্ষার্থীদের ঐচ্ছিক মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শেষে কেবল নিজ অর্থায়নে ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য মেডিকেল কলেজসমূহের শূন্য আসন সারণি ০১ এ বর্ণিত আছে। মেধাবী এবং অস্বচ্ছল কোটার আসন শূন্য না থাকায় বর্ণিত কোটায় আবেদন গ্রহণ করা হবে না। কলেজভিত্তিক মেধাবী এবং অস্বচ্ছল কোটার আসন সংখ্যা নির্ধারিত থাকায় বর্ণিত কোটায় ভর্তিরত শিক্ষার্থীদের ঐচ্ছিক মাইগ্রেশনের আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদনকারীগণ সম্পূর্ণভাবে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে নির্বাচিত হবেন; অর্থাৎ আবেদনকারীগণকে প্রথমে মেধা ক্রমানুসারে সাজিয়ে একের পর এক বরাদ্দের জন্য নির্বাচন করা হবে। কোন একজন আবেদনকারীকে বরাদ্দের ক্ষেত্রে তার পছন্দের তালিকার ক্রমানুযায়ী প্রথম যেই বেসরকারি মেডিকেল কলেজে আসন ফাঁকা থাকবে, সেখানেই তাকে বরাদ্দ দেয়া হবে। তবে বরাদ্দের সময় যদি সব বেসরকারি মেডিকেল কলেজেই আসন পূর্ণ হয়ে যায়, তবে সেই আবেদনকারীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হবে।
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য অনলাইন ফি ৯০০ টাকা আবেদন দাখিলের সময় টেলিটক প্রি-পেইড নম্বর হতে প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে প্রার্থী মেধাক্রম অনুযায়ী কোন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত হবেন, তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সর্বোচ্চ ৫ দিনের মধ্যে নির্বাচিত প্রার্থীকে টেলিটক প্রি-পেইড নম্বর হতে ১০০ টাকা প্রদান করে নিশ্চিত করতে হবে, তিনি যে কলেজের জন্য নির্বাচিত হয়েছেন সেই কলেজে ভর্তি হতে সম্মত আছেন। যদি তিনি তার বরাদ্দকৃত আসনটি নিশ্চিত না করেন, তাহলে বরাদ্দকৃত আসনটি খালি বলে ধরে নেয়া হবে এবং ভর্তি নিশ্চায়ন না করায় তাকে পরবর্তীতে বেসরকারি অন্য কোন মেডিকেল কলেজে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।
প্রথমবার নিশ্চায়নের জন্য নির্ধারিত তারিখ শেষে শূন্য থাকা আসনসমূহে ২য় পর্যায়ের বরাদ্দের কার্যক্রম শুরু হবে। ২য় পর্যায়ের বরাদ্দের জন্য নতুন কোন আবেদন করার প্রয়োজন নেই, বরং আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে ২য় পর্যায়ের বরাদ্দ সম্পন্ন করা হবে। এক্ষেত্রে, শূন্য আসনসমূহে শুরুতে প্রথমবারে বরাদ্দকৃত আবেদনকারীদের মধ্য থেকে মাইগ্রেশনের মাধ্যমে ও পরবর্তীতে শূন্য আসন পূরণের জন্য অপেক্ষমান তালিকা হতে আবেদনকারীদেরকে নতুনভাবে নির্বাচন করা হবে। দুটি ক্ষেত্রেই বরাদ্দের প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে সম্পন্ন করা হবে। ২য় বারের অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীকে সর্বোচ্চ ৫ দিনের মধ্যে টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে ১০০ টাকা প্রদান করে নিশ্চায়ন করতে হবে যে, তিনি যে কলেজের জন্য নির্বাচিত হয়েছেন, সেখানে ভর্তি হতে সম্মত আছেন।
২য় পর্যায়ের নির্বাচন শেষে, মাইগ্রেণন ও নুতনভাবে বরাদ্দকৃত, উভয় ধরনের আবেদনকারীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীদেরকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
দ্বিতীয় বরাদ্দের নিশ্চিতকরণের সময়সীমার পরে, প্রথম এবং দ্বিতীয় উভয় মনোনয়ন প্রাপ্ত নিশ্চায়নকারী ভর্তিচ্ছুক শিক্ষার্থীগণ সরকার নির্ধারিত ভর্তি ফি
প্রদান করে নির্বাচিত কলেজে ভর্তি হতে পারবে।
ভর্তির যোগ্য বেসরকারি কলেজসমূহে কলেজের মোট আসনের সর্বোচ্চ ৪৫% বিদেশি ছাত্র/ছাত্রীদের জন্য সংরক্ষিত ছিল, কিছু সংখ্যক বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃক বিদেশী শিক্ষার্থী যথা সময়ে নিশ্চিত না করতে পারায় এবং সময়ে সময়ে বিদেশী শিক্ষার্থীদের আসন পরিবর্তনের ফলে শূন্য আসনসমূহ পূরণের জন্য অনলাইন পোর্টাল উন্মুক্ত করা হচ্ছে।
কোন মেডিকেলে কত আসন ফাঁকা
খুলনার আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ৬০টি, এর মধ্যে খালি আছে ২১টি; আদ-দ্বীন বসুন্ধরা মেডিকেল কলেজ ঢাকায় ৫০ আসনের ১৬টি খালি আছে, আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ যশোরে আসন সংখ্যা ৭৫টি, খালি আছে ৩৫টি; আদ-দ্বীন উইমেন মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০০টি, কোনো আসন খালি নেই; আহসানিয়া মিশন মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫০টি, খালি আছে ২২টি; আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে আসন সংখ্যা ১৪৭টি, খালি আছে ১টি; আসিয়ান মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫০টি, খালি আছে ২৯টি; বাংলাদেশ মেডিকেল কলেজে আসন সংখ্যা ১২০টি, খালি আছে ১৯টি; রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০৫টি, খালি আছে ৫টি; চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০০টি, খালি আছে ২১টি; বিক্রমপূর ভূঁইয়া মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫৭টি. খালি আছে ৩৫টি; ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬০টি, খালি আছে ২৪টি; কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজে আসন সংখ্যা ৮০টি, কোনো খালি নেই; চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬০টি, খালি আছে ১টি; চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল মেডিকেল কলেজে আসন সংখ্যা ১১৫টি, খালি আছে ১৪টি; গাজীপুরের সিটি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৮০টি, খালি আছে ২৪টি; কমিউনিটি বেইসড মেডিকেল কলেজে আসন সংখ্যা ১৩০টি খালি, আছে ১টি; ডেল্টা মেডিকেল কলেজে আসন সংখ্যা ৯০টি খালি, আছে ৪টি; ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে আসন সংখ্যা ৯০টি, খালি আছে ৭টি; ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০০টি, খালি আছে ৭টি; ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে আসন সংখ্যা ১৩০টি, খালি আছে ৩টি; ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজে আসন সংখ্যা ৯০টি, কোনো সিট খালি নেই; ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০০টি, খালি আছে ১৪টি; ইস্টার্ণ মেডিকেল কলেজে আসন সংখ্যা ১১৫টি, কোনো সিট খালি নেই; ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজে আসন সংখ্যা ১২৭টি, খালি আছে ১১টি; এনাম মেডিকেল কলেজে আসন সংখ্যা ১৫৫টি, খালি আছে ১টি; গাজী মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০০টি, খালি আছে ৬টি; গ্রীণ লাইফ মেডিকেল কলেজে আসন সংখ্যা ১২০টি, খালি আছে ৩টি; হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে আসন সংখ্যা ১৪৫টি, খালি আছে ২৩টি; ইবনে সিনা মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬০টি, খালি আছে ১টি; ইব্রাহীম মেডিকেল কলেজে আসন সংখ্যা ১২০টি, কোনো আসন খালি নেই; ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেল্প সাইন্স চট্টগ্রামে আসন সংখ্যা ৮০টি, খালি আছে ২৭টি; ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ টঙ্গীতে আসন সংখ্যা ১৩০টি, খালি আছে ১৬টি; ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে আসন সংখ্যা ৮৫টি, কোনো আসন খালি নেই; জহুরুল ইসলাম মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০০টি, কোনো আসন খালি নেই; জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজে আসন সংখ্যা ১৩০টি, খালি আছে ৪টি; খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০৫টি, খালি আছে ১টি; খুলনা সিটি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫০টি, খালি আছে ২টি; কুমুদীনি উইমেন্স মেডিকেল কলেজে আসন সংখ্যা ১২০টি, খালি আছে ৩টি; মেরিন সিটি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫৫টি, খালি আছে ৮টি; মার্কস মেডিকেল কলেজে আসন সংখ্যা ৭০টি, খালি আছে ২১টি; মেডিকেল কলেজ ফর উইমেন উত্তরায় আসন সংখ্যা ৯৫টি, খালি আছে ১টি; এমআইআই শমরিতা মেডিকেল কলেজে আসন সংখ্যা ১১৫টি, খালি আছে ৪টি; ময়নামতি মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০০টি, খালি আছে ৩৪টি; মনোয়ারা শিকদার মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫০টি, খালি আছে ২৪টি; মন্নো মেডিকেল কলেজে আসন সংখ্যা ৮৫টি, খালি আছে ৭টি; নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আসন সংখ্যা ৮৫টি, খালি আছে ২৩টি; নর্থ-ইস্ট মেডিকেল কলেজে আসন সংখ্যা ১২৫টি, খালি আছে ১০টি; পার্কভিউ মেডিকেল কলেজে আসন সংখ্যা ৭২টি, খালি আছে ১৫টি; পপুলার মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০৫টি, খালি আছে ২টি; প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজে আসন সংখ্যা ৯০টি, খালি আছে ২টি; প্রাইম মেডিকেল কলেজে আসন সংখ্যা ১৩৫টি, খালি আছে ১০টি; রংপুর কমিউনিটি হসপিটাল মেডিকেল কলেজে আসন সংখ্যা ১৩৫টি, খালি আছে ৩টি; গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫০টি, খালি আছে ২৪টি; সাহাবুদ্দিন মেডিকেল কলেজে আসন সংখ্যা ৯০টি, খালি আছে ২৩টি; শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে আসন সংখ্যা ১৪০টি, খালি আছে ১১টি; সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫০টি, খালি আছে ১৯টি; সাউদার্ণ মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬৫টি, খালি আছে ৯টি; সিলেট ওমেন্স মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০০টি, খালি আছে ১৪টি; তাইরুন্নেছা মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০৫টি, খালি আছে ৮টি; টিএমএসএস মেডিকেল কলেজে আসন সংখ্যা ১৫০টি, খালি আছে ৬টি; ইউনাইটেড মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫০টি, খালি আছে ১৬টি; ইউনিভার্সাল মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬০টি, খালি আছে ৬টি; ইউএস বাংলা মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬০টি খালি আছে ২৫টি, উত্তরা আধুনিক মেডিকেল কলেজে আসন সংখ্যা ৯০টি, খালি আছে ২টি ও জেড.এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০০টি, খালি আছে ৩টি।
এসএস/এমইউ
-
২৭ সেপ্টেম্বর, ২০২৩
-
২৭ অগাস্ট, ২০২৩
-
০৭ জুলাই, ২০২৩
-
১৩ মার্চ, ২০২৩
-
১২ মার্চ, ২০২৩
-
১২ মার্চ, ২০২৩
এমবিবিএস ভর্তি পরীক্ষা
জাতীয় মেধায় প্রথম রাফসান নিওরোলজিস্ট হতে চান
-
১২ মার্চ, ২০২৩
-
১২ মার্চ, ২০২৩
