১৬ অগাস্ট, ২০২৩ ০৭:২০ পিএম

শোক দিবসে এনআইসিভিডিতে বিনামূল্যে হার্টের ভাল্ব প্রতিস্থাপন

শোক দিবসে এনআইসিভিডিতে বিনামূল্যে হার্টের ভাল্ব প্রতিস্থাপন
বর্তমানে রোগী ভালো এবং সুস্থ আছেন। তাঁর অবস্থা উন্নতির দিকে।

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) বিনামূল্যে হার্ট ভাল্ব প্রতিস্থাপন করা হয়েছে। রোগীর নাম মোশাররফ। তাঁর বয়স প্রায় ৪৫ বছর।  তিনি দীর্ঘ সময় ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে হাসপাতালে এই অপারেশন করা হয়। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন এনআইসিভিডির রেসিডেন্ট চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ।

অপারেশনটি সম্পন্ন করেন এনআইসিভিডির কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কাজী আবুল আজাদ। অপারেশনে সহযোগী হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, ডা. সাজেদুল বারী, ডা. মনোজ কুমার সরকার, সহকারী রেজিস্ট্রার ডা. সাজ্জাদ হোসেন, ডা. আশিকুল ইসলাম, রেসিডেন্ট চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ, ডা. গোপাল চন্দ্র শীল, ডা. সাইফুল ইসলাম রিসানসহ অ্যানেসথেসিওলজিস্ট, পারফিউশনিস্ট ও হাসপাতালের সেবিকাবৃন্দ।

জানা গেছে, অপারেশনটি কোন প্রকার জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছে। বর্তমানে রোগী ভালো এবং সুস্থ আছেন। তাঁর অবস্থা উন্নতির দিকে।

অপারেশনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন। সার্বিক সহযোগিতায় ছিলেন এনআইসিভিডির পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক