১৩ জুন, ২০২৩ ০৮:৫১ পিএম

৮ সরকারি মেডিকেল ডেন্টাল ইউনিটে ১২০টি পদ সৃজনের অনুমোদন

৮ সরকারি মেডিকেল ডেন্টাল ইউনিটে ১২০টি পদ সৃজনের অনুমোদন
পদের মধ্যে অধ্যাপক-১২, সহযোগী অধ্যাপক-৬৮, সহকারী অধ্যাপক-১৬, প্রভাষক-২৪

মেডিভয়েস রিপোর্ট: দেশের আট সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটের জন্য রাজস্বখাতে ১২০টি নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (১২ জুন) মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ এর উপসচিব রওনক আফরোজা সুমার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন দেশের ৮টি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য জন্য ১২০টি ক্যাডার পদ (অধ্যাপক-১২, সহযোগী অধ্যাপক-৬৮, সহকারী অধ্যাপক-১৬, প্রভাষক-২৪) রাজস্বখাতে স্থায়ীভাবে সৃজনে নিম্নবর্ণিত শর্তে নির্দেশক্রমে সম্মতি জ্ঞাপন করা হলো।

শর্তাবলী

১. ক্যাডার পদগুলো স্থায়ীভাবে সৃজিত হবে এবং ক্যাডার পদগুলো সৃজনে প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদন গ্রহণ করতে হবে ও সংশ্লিষ্ট কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করতে হবে।

২. প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।

৩. অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক নির্ধারিত বা যাচাইকৃত বেতনস্কেলে যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৪. প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা পালনপূর্বক পদ সৃজনের জিও জারি করে জারিকৃত জিও-র চার কপিতে অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কন গ্রহণ করতে হবে।

৫. অর্থ বিভাগ কর্তৃক পৃষ্ঠাঙ্কনকৃত জিও-র এক কপি সংশ্লিষ্ট চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে প্রেরণ এবং এক কপি জিও সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী অফিসে সংরক্ষণ করতে হবে।

৬. মন্ত্রণালয়, বিভাগ বা অফিসের বিদ্যমান টিওএন্ডইতে নতুন সৃজিত পদ স্থায়ী হিসেবে চিহ্নিতকরণপূর্বক অন্তর্ভুক্ত করে টিওএন্ডই হালনাগাদ করতে হবে এবং হালনাগাদকৃত টিওএন্ডই-র এক কপি অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।

৭. যে তারিখে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক পদ সৃজনের জিও জারি করা হবে সে তারিখ থেকে পদটি সৃজিত হবে।

৮. বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিয়োগবিধিতে এ সকল পদনাম ও নিয়োগযোগ্যতা অন্তর্ভুক্ত করতে হবে।

৯. ক্যাডার শিডিউলে বিষয়ভিত্তিক পদনাম সংযোজনের পূর্বে সৃজিতব্য পদে পদায়ন বা পদোন্নতি প্রদান করা যাবে না।

১০. পদ সৃজনে প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর  সাংগঠনিক কাঠামো হালনাগাদ করে নিতে হবে। এবং

১১. জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সকল শর্তাবলী যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত