১০ মে, ২০২৩ ১২:৫৩ পিএম
ঢাকা ডেন্টালে বঙ্গবন্ধু ম্যুরাল, ইমার্জেন্সি কমপ্লেক্স ও আইসিইউ ইউনিট উদ্বোধন

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধু ম্যুরাল, ইমার্জেন্সি কমপ্লেক্স ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ ইউনিট) উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার (১০ মে) দুপুরে এসব স্থাপনা উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধন পরবর্তীতে আলোচনা সভা শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বোরহান উদ্দিন হাওলাদার।
এএইচ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ঢাকা ডেন্টাল কলেজে
-
০৩ জানুয়ারী, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত