বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ‘ডিজিটাল স্বাস্থ্য সেবা’ অ্যাপস কুমিল্লার সেরা উদ্ভাবন মনোনীত

মেডিভয়েস রিপোর্ট: বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৈরি ডিজিটাল স্বাস্থ্য সেবা ‘কানেক্টিং বরুড়া- বিশেষজ্ঞ সেবা জনগণের দোড়গোড়ায়’ শীর্ষক অ্যাপস কুমিল্লা জেলার স্বাস্থ্য বিভাগের সেরা উদ্ভাবন হিসেবে স্বীকৃতি পেয়েছে। সংশ্লিষ্টদের আশাবাদ, ব্যতিক্রমী এ উদ্ভাবনটি বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করবে।
আজ রোববার (৭ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামরুল হাসান সোহেল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, কুমিল্লা জেলা থেকে বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী মেলায় ইনোভেশন শোকেসিংয়ের জন্য বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনোভেশন জুম লিংক অ্যাপসের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্য সেবা ‘কানেক্টিং বরুড়া- বিশেষজ্ঞ সেবা জনগণের দোড়গোড়ায়’ মনোনীত হয়েছে। বিষয়টি আমাদের সীমাহীন আনন্দের। এই কৃতিত্ব টিম বরুড়ার প্রতিটি সদস্যের। এজন্য টিম বরুড়ার সবাইকে অভিনন্দন জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে চলছে বরুড়া উপজেলার স্বাস্থ্য সেবা।’
ডা. কামরুল হাসান সোহেল বলেন, ‘কুমিল্লা জেলা প্রশাসন প্রতি বছরের মতো এবারও কুমিল্লার সকল উপজেলার মাঠ পর্যায়ের দপ্তরগুলোর উদ্ভাবনী উদ্যোগ বাছাই করে জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করার জন্য উপজেলা প্রশাসনের কাছে তালিকা চায়। কুমিল্লা জেলার সকল উপজেলা থেকে মাঠ পর্যায়ের দপ্তরগুলোর উদ্ভাবনী উদ্যোগসমূহ যাচাই-বাছাই শেষে প্রত্যেক উপজেলা থেকে এক বা একাধিক উদ্ভাবনী উদ্যোগের নাম মনোনীত করে জেলা প্রশাসনের নিকট প্রেরণ করে। জেলা প্রশাসন সেই উদ্ভাবনী উদ্যোগগুলোর মাঝ থেকে ব্যতিক্রমী ইনোভেশন, জনগণের বিশাল একটি অংশ উপকৃত হবে, এমন উদ্ভাবনী উদ্যোগসমূহ বাছাই করে বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করে।’
এসএস/এমইউ

দ্য বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের কর্মশালা
আসক্তি ভুলে তরুণদের ক্যারিয়ার গঠনে মনোযোগের আহ্বান
দ্য বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের কর্মশালা
আসক্তি ভুলে তরুণদের ক্যারিয়ার গঠনে মনোযোগের আহ্বান
