২৯ এপ্রিল, ২০২৩ ০৭:২৪ পিএম

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১১

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১১
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে ৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।

এছাড়া এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৭ জনে। 

আজ শনিবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে ৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১৩ জন।

গত বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জনের মৃত্যু হয়। আর মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২। এদের মধ্যে ২৩ হাজার ১৬২ জন ঢাকার বাইরের।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক