ঢাকা ডেন্টালে রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজিত ৭১টি পদ সংরক্ষণ

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজের জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজিত ৭১টি পদের মেয়াদ সংরক্ষণ করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (পার-১ অধিশাখার) মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘ঢাকা ডেন্টাল কলেজের জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজিত ৭১টি পদের মেয়াদ ১ জুন ২০২২ হতে ৩১ মে ২০২৩ তারিখ পর্যন্ত নিয়মিত সংরক্ষণে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
এতে আরও বলা হয়েছে, ‘উল্লিখিত কর্মকর্তা/কর্মচারীদের ব্যয়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড নম্বর হতে মিটানো হবে। বরাদ্দকৃত বাজেট হতে এ ব্যয় মিটানো হবে। এ আদেশ জারিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯ মার্চ ২০২৩ তারিখের ০৫.০০.০০০০.১৫৯.১৫.০২৭.০৬-৭৩ নং স্মারক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২৯ মার্চ ২০২৩ তারিখের ০৭.০০.০০০০.১৫৬.১৫.০৮৫.২২-১৯১ নং স্মারকে প্রদত্ত সম্মতিসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। অস্থায়ীভাবে সৃজিত পদসমূহ নির্ধারিত সময় অতিক্রান্তে স্থায়ীকরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।’
এ্যানিমেল কেয়ার টেকার, লাইব্রেরী এটেনডেন্ট, পাম্প অপারেটরের শূন্য পদগুলোর সেবা ক্রয়ের ক্ষেত্রে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০১৮ অনুসরণ করতে হবে। এ পদ সংরক্ষণে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক আরোপিত সকল শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে’,আদেশে উল্লেখ করা হয়েছে।
সৃজিত পদসমূহ
অধ্যাপক ৮ জন, সহযোগী অধ্যাপক ১২ জন, সহকারী অধ্যাপক ২১ জন, প্রভাষক ২৫ জন, ইউ.ডি.এ ১ জন, সহকারী হিসাব রক্ষক ১ জন, ডাটা এন্ট্রি অপারেটর ১ জন, টেক্সিডার্মিস্ট ১ জন ও ক্যাশ সরকার ১ জন।