২৬ মার্চ, ২০২৩ ০৫:৪০ পিএম

নানা আয়োজনে রাজশাহী মেডিকেলে স্বাধীনতা দিবস উদযাপন

নানা আয়োজনে রাজশাহী মেডিকেলে স্বাধীনতা দিবস উদযাপন
রামেক ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী।

মেডিভয়েস রিপোর্ট: নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় রাজশাহী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে আজ রোববার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ক্যাম্পাসে জাতীয় পতাকা উনানা আত্তোলন করা হয়।

এরপর রামেক ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী। এ সময় উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ শাখা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), শিক্ষক সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ রামেক শাখা, রাজশাহী নার্সিং কলেজ ও বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও জাতীয় সংগীত পরিবেশন পরিবেশন করা হয়। এর পর শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।  

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজের ভবন সমূহে দৃষ্টিনন্দন ব্যানার ও ফেষ্টুন স্থাপন করা হয়।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত