২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫৬ পিএম

বিসিপিএস’র কাউন্সিল নির্বাচন কাল

বিসিপিএস’র কাউন্সিল নির্বাচন কাল
নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজাল হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করবে। অন্য সদস্য হলেন অধ্যাপক ডা. হাসান আসকারি মো. নাজমুল আহসান ও অধ্যাপক ডা. নুরুদ্দিন আহমাদ।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) কাউন্সিল নির্বাচন আগামীকাল (২৪ ফেব্রুয়ারি)। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে রাজধানীর মহাখালীতে বিসিপিএস কেন্দ্রে সকাল ৮টায় ভোটাধিকার প্রয়োগ শুরু হবে, চলবে বিকাল ৩টা পর্যন্ত।

দুপুর ১টায় যোহরের নামাজের জন্য কিছু সময় ভোটগ্রহণ বন্ধ থাকবে।

নির্বাচন কমিশনের (ইসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজাল হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করবে। কমিশনের বাকি সদস্য হলেন অধ্যাপক ডা. হাসান আসকারি মো. নাজমুল আহসান ও অধ্যাপক ডা. নুরুদ্দিন আহমাদ।

ইসি চেয়ারম্যান স্বাক্ষরিত নোটিস অনুযায়ী কাউন্সিলর পদে বৈধ প্রার্থীরা হলেন: অধ্যাপক ডা. এ.বি.এম. মাকসুদুল আলম, অধ্যাপক ডা. এ.এইচ.এম. রওশন, অধ্যাপক ডা. এ.কে.এম. আমিনুল হক, অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, অধ্যাপক ডা. আহমেদুল কবীর, অধ্যাপক ডা. রোকেয়া আনোয়ার, অধ্যাপক ডা. চৌধুরী আলী কাউসার, অধ্যাপক ডা. দীপক কুমার নাগ, অধ্যাপক ডা. এহসানুল হক খান, অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম, অধ্যাপক ডা. ইফফাত আরা শামসাদ, অধ্যাপক ডা. ইমতিয়াজ ফারুক, অধ্যাপক কোহিনুর বেগম, অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. বিল্লাল আলম, অধ্যাপক ডা. মো. ফাইজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. মো. গোলাম কিবরিয়া খান, অধ্যাপক ডা. নওফেল ইসলাম, অধ্যাপক ডা. মো. নুর হোসাইন ভুঁইয়া শাহীন, অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহ, অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, অধ্যাপক ডা. মো, জাহেদ হোসাইন, অধ্যাপক ডা. মিসেস সাবেরা খাতুন, অধ্যাপক ডা. মিলন কুমার সাহা, অধ্যাপক ডা. আনোয়ার হোসাইন খান, অধ্যাপক ডা. মো. ইমানুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমীন, অধ্যাপক ডা. মোহাম্মদ সাদরুল আলম, অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন, অধ্যাপক ডা. এস.এম. আনোয়ার সাদাত, অধ্যাপক ডা. সালমা রউফ, অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, অধ্যাপক ডা. শেখ জিন্নাত আরা নাসরীন, অধ্যাপক ডা. শাকিল আহমেদ, অধ্যাপক ডা. শিউলি চৌধুরী, অধ্যাপক ডা. সোহায়েল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. সুরাইয়া বেগম, অধ্যাপক ডা. তোহিদ মোহাম্মদ সাইফুল হোসাইন।

নির্বাচনে প্রায় ৮ হাজারেরও বেশি সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সারাদেশের বিসিপিএস’র ফেলোবৃন্দই এই নির্বাচনের ভোটার।

নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটার ৮ জনকে ভোট দেবেন। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটের ভিত্তিতে প্রথম ৮ জন কাউন্সিলর আগামী ৪ বছরের জন্য বিজয়ী হন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক