১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৫:০৪ পিএম

নারী চিকিৎসকদের গবেষণায় এগিয়ে আসতে হবে: বিএসএমএমইউ ভিসি

নারী চিকিৎসকদের গবেষণায় এগিয়ে আসতে হবে: বিএসএমএমইউ ভিসি
ভাইরোলজি বিভাগের উদ্যোগে হাসপাতালের বহির্বিভাগের ৬ষ্ঠ তলায় নবনির্মিত পিসিআর ল্যাবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন গবেষণার ক্ষেত্রে মহিলাদের হার পুরুষের তুলনায় অনেক কম। মহিলা চিকিৎসকদের গবেষণায় আরো এগিয়ে আসতে হবে।

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) ভাইরোলজি বিভাগের উদ্যোগে হাসপাতালের বহির্বিভাগের ৬ষ্ঠ তলায় নবনির্মিত পিসিআর ল্যাবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগ করোনা মহামারীর সময়ে করোনা ভাইরাস শনাক্তকরণ, ভ্যাকসিন প্রদানসহ করোনা ভাইরাসের বিভিন্ন দিক নিয়ে গবেষণায় বিরাট অবদান রেখেছে। আমাদের চিকিৎসকদের গবেষণার প্রতি আরো মনোযোগী হতে হবে। বিশেষ করে মহিলা চিকিৎসকদের গবেষণায় আরো এগিয়ে আসতে হবে। গবেষণার ক্ষেত্রে মহিলাদের হার পুরুষের তুলনায় অনেক কম।’

অনুষ্ঠানে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, অধ্যাপক ডা. রনজিত রঞ্জণ রায়, ল্যাবরেটরি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহ আলম, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, অধ্যাপক ডা. শাহিনা তাবাসসুম, অধ্যাপক ডা. সাইফ উলাহ মুন্সী, অধ্যাপক ডা. মুনীরা জাহান, ডা. এস এম রাশেদ-উল ইসলাম সহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত