১৮ জানুয়ারী, ২০২৩ ০৫:৫৬ পিএম
না ফেরার দেশে মেডিকেল শিক্ষার্থী অন্তর রায়

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী (এসএস-৫০) অন্তর রায়।
মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী (এসএস-৫০) অন্তর রায় মারা গেছেন। আজ বুধবার (১৮ জানুয়ারি) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অন্তর রায়ের সহপাঠী ও শিক্ষকবৃন্দ মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্তর রায়ের সহপাঠী আজিজুর রহমান বলেন, অন্তর ১৪ জানুয়ারি থেকে মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিল। জানিনা স্বামীহারা একমাত্র সন্তানের মা- মাসিমা সহ্য করতে পারবেন কিনা।মহান সৃষ্টিকর্তা ওনাকে সহ্য করার শক্তি দিন,আর কোনো মাকেই যেন এই কষ্ট নিতে না হয়।
খোঁজ নিয়ে জানা যায় অন্তর রায়ের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। পরিবারের একমাত্র সন্তান অন্তর এর আগে বাবাকে হারান। স্বামীকে হারানোর পর একমাত্র সন্তানকে হারিয়ে অন্তর রায়ের মা যেন শোকে পাথর হয়ে গেছেন।
এসএস
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত