২৩ সেপ্টেম্বর, ২০২২ ০৫:৫৩ পিএম

ঢামেক অ্যালামনাই ট্রাস্ট নির্বাচন আগামীকাল

ঢামেক অ্যালামনাই ট্রাস্ট নির্বাচন আগামীকাল
এবারের নির্বাচনে ১৯টি পদের বিপরীতে দুটি প্যানেলসহ মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

মেডিভয়েস রিপোর্ট: আগামীকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অ্যালামনাই ট্রাস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সবার মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঢামেক অ্যালামনাই ট্রাস্ট নির্বাচন-২০২২ এর নির্বাচন কমিশনার ডা. দিপল কৃষ্ণ অধিকারী মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনে ১৯টি পদের বিপরীতে স্বতন্ত্রসহ মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। এতে মোট ভোটার রয়েছে ১৪শ’ জন। 

তিনি আরও বলেন, শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, যা ঢামেক ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে প্রফেসর আমজাদ হোসেন ও ডা. দেবেষ চন্দ্র তালুকদার এবং ডা. মো. জামালউদ্দিন চৌধুরী ও ডা. মুস্তাফিজুর রহমান রানা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন ডা. ফারুক আহমেদ ও ডা. দিপল কৃষ্ণ অধিকারী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত