২২ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৩ এএম

চট্টগ্রামে ৭ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে ৭ জনের দেহে করোনা শনাক্ত
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ২৫ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৭টি ল্যাবে ১১২টি নমুনা পরীক্ষায় সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন নগরের বাসিন্দা। আর বাঁশখালীর একজন ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা রয়েছেন একজন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২৮ হাজার ৮৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৯২৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক