২৭ অগাস্ট, ২০২২ ০৪:০৪ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ডা. জিসান নাজীব

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ডা. জিসান নাজীব
ডা. জিসান নাজীব (ছবিতে বামে)।

মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পাকিস্তানের প্রখ্যাত চিকিৎসক ডা. নাজিবের বড় ছেলে ডা. জিসান নাজীব।

আজ শনিবার (২৭ আগস্ট) ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ডা. নাজিব।

তিনি বলেন, ‘আমার বড় ছেলে জিসান নজীব দুর্ভাগ্যক্রমে পরকালে চলে গেছে। তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া করবেন সবাই। আহমেদ ব্লক, নিউ গার্ডেন টাউন, মদিনা মসজিদে বাদ আসর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’

ডা. নাজিব একজন পাকিস্তানি চিকিৎসক৷ বেসিক অ্যান্ড ক্লিনিকাল মেডিকেল সাইন্সের উপর তাঁর লেকচারগুলো বিশ্বব্যাপী সমাদৃত৷

জানা যায়, ছেলে ডা. জিসান নাজীবের হাত ধরে বিশ্ব সেরা হলেন ডা. নাজীব। জিসান প্রথমে তার বাবার লেকচার ইউটিউবে আপলোড দেয়। তারপর যখন ব্যাপক সাঁড়া পায়, তখন নিয়মিত আপলোড দেয়া শুরু হয়।

ডা. জিসান খুব ছোট থাকতেই তার মা মারা যান। ডা. নাজীব এর পরে বিয়ে করেন, কিন্তু প্রথম স্ত্রী কে তিনি খুব মিস করেন। এটা তাঁর লেখালেখিতে বুঝা যায়। আজ তাঁর প্রথম স্ত্রী কর্তৃক তাঁকে দেওয়া সবচেয়ে বড় উপহার আর স্ত্রীর স্মৃতিচিহ্ন বয়ে বেড়ানো নাঁড়ি ছেড়া ধনও তাঁকে ছেড়ে চলে গেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও