পেকুয়ায় ২৪ বছর পর সিজারিয়ানসহ সকল অপারেশন চালু

মেডিভয়েস রিপোর্ট: নানা প্রতিবন্ধকতার অতিক্রম করে কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ২৪ বছর পর চালু হয়েছে সিজারিয়ানসহ সকল অপারেশন।
শুক্রবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত হয় ১৯৯৮ সালে। ২০১৪ সনের দিকে হাসপাতালে অপারেশন চালুর করতে সরকার অপারেশন এর যাবতীয় যন্ত্রপাতি প্রেরণ করে। নানা কারণে তখন অপারেশন চালু করা সম্ভব হয়নি। ফলে সকল যন্ত্রপাতি প্রায় বাক্সবন্ধি অবস্থায় ছিল হাসপাতাল স্টোরে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী যোগদানের পরের দিন থেকেই অপারেশন চালুর প্রস্তুতি নেন। কিন্তু যাবতীয় উপকরণ প্রস্তুন না থাকায় তিনি শুরু করতে পারেননি। পরবর্তীতে পুরনো যন্ত্রপাতি ইন্সটল করা, এনেস্থেশিয়া মেশিন মেরামত ও ওটি রুম প্রস্তুতসহ দক্ষ জনবল তৈরি করা শুরু করেন। একে একে শুরু হয় সব কর্মযজ্ঞ। সব কিছু প্রস্তুত করতে সময় লাগে প্রায় পাঁচ মাস।
প্রস্তুতি সম্পন্ন করে দীর্ঘ ২৪ বছর পর পেকুয়া হাসপাতালে প্রথম অপারেশন চালু হয়। এতে সার্বিক সহযোগিতা করেন কক্সবাজার জেলার সিভিল সার্জন জনাব ডা. মাহাবুব রহমান, হাসপাতালের সকল পর্যায়ের কর্মকর্তা, নার্স, ওয়ার্ড বয়, ক্লিনারসহ সবাই সহযোগিতা করেছেন।
অপারেশন টিমের নেতৃত্বে ছিলেন গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. শাহনাজ পারভীন, সহকারী সার্জন, ডা. মাহমুদা মনি, এনেস্থেশিওলজিস্ট ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী, ডা. পিয়াল পাল। সহযোগিতা করেছেন ওটি ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স জান্নাত, সিনিয়ির স্টাফ নার্স বিলকিস।