২৭ মে, ২০২২ ১১:১৩ এএম

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে
পরীক্ষায় অংশ নিয়েছেন মোট তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৪৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১২টা পর্যন্ত।

একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। এতে অংশ নিয়েছেন মোট তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন। 

এর আগে পরীক্ষায় অনিয়ম দুর্নীতি রুখতে পরীক্ষা কেন্দ্রের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়।

সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে জানা যায়, প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে কাটা যাবে। এ ছাড়া পরীক্ষার সময় কোনো প্রার্থী কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক