২৫ জানুয়ারী, ২০২২ ০৩:৫১ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু ১ এপ্রিল, বিডিএস ২২ এপ্রিল

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু ১ এপ্রিল, বিডিএস ২২ এপ্রিল
সংক্ষিপ্ত নয়, পুরো সিলেবাসে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির।

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে একই মাসের ২২ তারিখে।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল বৈঠক শেষে মেডিভয়েসকে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির।

বৈঠক উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেন, সবকিছু ঠিক থাকলে এমবিবিএস-বিডিএস যথাক্রমে আগামী ১ এপ্রিল ও ২২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অফিসিয়ালভাবে এখনও কোনো আদেশ হয়নি, পরীক্ষা সংক্রান্ত সবকিছু গাইডলাইন আকারে শিগগিরই প্রকাশ করা হবে।

এ বছরের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে, না পুরো সিলেবাসে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্যান্য বছর যে সিলেবাসে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হত, এ বছরও একই সিলেবাসে অনুষ্ঠিত হবে। এতে কোনো ধরনের পরিবর্তন হবে না। ভর্তি পরীক্ষা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা রাখে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক