১১ নভেম্বর, ২০২১ ১২:৪৫ পিএম

এফসিপিএস মেডিসিন প্রথম পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন শুরু ১৮ নভেম্বর

এফসিপিএস মেডিসিন প্রথম পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন শুরু ১৮ নভেম্বর
বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে এফসিপিএস (ফ্যাকাল্টি অব মেডিসিন) প্রথম পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন কোর্স শুরু হবে আগামী ১৮ নভেম্বর, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

বৃস্পতিবার (১১ নভেম্বর) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিপিএসের ফ্যাকাল্টি অব মেডিসিনের এফসিপিএস (মেডিসিন) প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্স আগামী ১৮ নভেম্বর থেকে ২৭ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত বিসিপিএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘ওই কোর্সে রেজিস্ট্রেশনের জন্য বিসিপিএস সচিবের অনুকূলে দুই হাজার টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট অথবা সরাসরি United Commercial Bank Limited into STD Account No: 0781301000000256 অথবা Dhaka Bank Limited STDAccount No: 0207150000000887 জমা দিয়ে ব্যাংক রশিদ সহ কলেজের হিসাব শাখায় আগামী ১৭ নভেম্বর বিকাল তিনটা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। ইচ্ছুক চিকিৎসকদেরকে রেজিস্ট্রেশন পূর্বক কোর্সে অংশগ্রহন করার আহবান করা যাচ্ছে।’

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক