০৭ অগাস্ট, ২০২১ ০৫:১৫ পিএম

লকডাউন না থাকলে মৃত্যুহার তিনগুণ বাড়তো: বিএসএমএমইউ

লকডাউন না থাকলে মৃত্যুহার তিনগুণ বাড়তো: বিএসএমএমইউ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের প্রস্তুতি ও লকডাউন না থাকলে মৃত্যুর হার দুই-তিন গুণ বেড়ে যেত বলে মনে করেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘অনেকেই জানেন না, ভারতের অবস্থা কি হয়েছিল। সেই দিক থেকে আল্লাহ আমাদেরকে রহমত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ-কোটি টাকা আমাদেরকে প্রণোদনা দিয়েছেন। সবকিছু মিলিয়ে আমরা ভালো অবস্থানে রয়েছি। আশা করি, আপনাদের সকলের সহযোগিতায় আমরা করোনামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো। আমরা দুটি জিনিস সবসময় মনে রাখবো। গণমাস্ক ও গণটিকা। আমরা মাস্ক সবাই মাস্ক পড়বো এবং টিকা গ্রহণ করবো।’

আজ শনিবার (৭ আগস্ট) দুপুরে বিএসএমএমইউর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালের উদ্বোধন শেষে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘করোনায় আক্রান্ত নতুন রোগীদেরকে এখানে সেবা দেওয়া হবে। যারা করোনায় আক্রান্ত আমরা তাদেরকে ভর্তি ব্যবস্থা করবো, অন্য হাসপাতাল থেকে আসা কোনো রোগীকে এখানে সুযোগ দেওয়া হবে না। বিএসএমএমইউতে থাকা, খাওয়া, চিকিৎসা সুবিধাসহ সব ধরনের সুবিধা রয়েছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেবেন। করোনার চিকিৎসায় অনেক বেশি সুনাম অর্জন করেছে বিএসএমএমইউ। আমরা সেই সুনাম রক্ষা করতে চাই, এজন্য সকলের সহযোগিতা চাই।’

তিনি আরও বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এই হাসপাতাল কোভিড ফিল্ড হাসপাতালের নাম দেওয়া হয়েছে। আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের সকল শহীদ এবং করোনায় যে সকল চিকিৎসক শহীদ হয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।’

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘করোনা চিকিৎসায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। একটি প্রতিবেদনে তিনি দক্ষিণ এশিয়ায় প্রথম হয়েছেন এবং সাড়া বিশ্বে ২০তম স্থান অধিকার করেছেন।’

ফিল্ড হাসপাতালে মিডিয়া প্রবেশের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি আরও বলেন, ‘মিডিয়া যদি হাসপাতালের ভিতরে যায়। তাহলে এখানের পরিষ্কার-পরিচ্ছন্নতা কিছু থাকবে না। সেক্ষেত্রে আপনাদের প্রয়োজনে যখন কিছু চাইবেন, তখন আপনাদের সাথে বিএসএমএমইউর মিডিয়া সেল কথা বলবে।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক