২৫ জুলাই, ২০২১ ০২:৪৭ পিএম

ফের পেছালো এফসিপিএস পরীক্ষা, নতুন তারিখ ১ সেপ্টেম্বর

ফের পেছালো এফসিপিএস পরীক্ষা, নতুন তারিখ ১ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউনের কারণে এফসিপিএস পরীক্ষা আবারও এক মাসের জন্য পেছানো হয়েছে। সম্ভাব্য নতুন তারিখ ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (২৫ জুলাই) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সারাদেশে লকডাউন বিরাজমান থাকায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এর জুলাই-২০২১ সেশনের পরীক্ষা শুরুর তারিখ ১ আগস্ট-২০২১ এর পরিবর্তে নতুন সম্ভাব্য তারিখ ১ সেপ্টেম্বর-২০২১ নির্ধারণ করা হলো। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী পরবর্তীতে জানানো হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘কোভিড পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষার নির্ধারিত নতুন তারিখ পরিবর্তনযোগ্য।’

গত ১৭ জুলাই (শনিবার) বিসিপিএসের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে এফসিপিএস ফাইনাল পরীক্ষা ফের স্থগিত করা হবে কিনা, এ ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে আসন্ন ঈদ-উল-আজহার পরে। 

একটি সূত্র জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে আজ শনিবার পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভায় পর্যালোচনা তুলে ধরেছেন সদস্যরা। তবে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।

এফসিপিএস ফাইনাল পরীক্ষা আবারও স্থগিতের সুপারিশের বিষয়ে জানতে চাইলে ওই সূত্রটি জানায়, ঈদের পর সিদ্ধান্ত জানা যাবে। পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হলে দেখা যাবে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তও চলে আসতে পারে।

আরেকটি সূত্র এফসিপিএস পরীক্ষা আবারও স্থগিতের সুপারিশের ইঙ্গিত দিলেও সুনির্দিষ্ট কোনো তারিখ বলতে অপারগতা প্রকাশ করেছে। 

এর আগে সারাদেশে কঠোর লকডাউনের কারণে গত ২৬ জুন এফসিপিএস পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। কলেজের কাউন্সিলর মিটিংয়ে সিদ্ধান্ত হয়, পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে অর্থাৎ পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তাহলে এক আগস্ট পরীক্ষা নেওয়া হবে।’

বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জন্সের (বিসিপিএস) জুলাই-২০২১ সেশনের সকল পরীক্ষা (এফসিপিএস ১ম পর্ব, এফসিপিএস ২য় পর্ব (শেষ পর্ব), এফসিপিএস মিডটার্ম, প্রিলিমিনারী এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস (সাব-স্পেশালিটি) এবং এমসিপিএস) আপাতত স্থগিত করা হলো। কলেজের পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ০১ আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরবর্তীতে জানানো হবে।’

কোভিড পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষার নতুন নির্ধারিত তারিখ পরিবর্তনযোগ্য বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে একই কারণে গত বছর বিসিপিএসের ৪৮ বছরের ইতিহাসে প্রমবারের মতো জুলাই ২০২০ সেশনের এফসিপিএস পরীক্ষা স্থগিত করে প্রতিষ্ঠানটি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এফসিপিএস পরীক্ষা
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক