২০ জুন, ২০২১ ১২:১৮ পিএম

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ও শনাক্তের রেকর্ড

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ও শনাক্তের রেকর্ড
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুষ্টিয়া জেলায় একদিনে করোনায় মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয়েছে। কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এসময় ৫৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ রোববার (২০ জুন) সকালে কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তাদের বাড়ি কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলায়।

তিনি বলেন, ‘আজ ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ৯১ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি ছিলেন ১০২ জন। তার আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৭৯ জন। বর্তমানে জেলায় হোমআইসোলেশনে আছেন এক হাজার ১৯৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় ছিল ৯৬৪ জন। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩৩৯ জন এবং মারা গেছেন ১৪৭ জন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক