০৮ এপ্রিল, ২০২১ ০৯:৩৯ পিএম

সস্ত্রীক করোনা আক্রান্ত ডা. ইদ্রিস আইসিইউতে

সস্ত্রীক করোনা আক্রান্ত ডা. ইদ্রিস আইসিইউতে
ডা. এম ইদ্রিস আলী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রখ্যাত স্পাইন সার্জন ও সন্ধানী ব্লাড ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. এম ইদ্রিস আলীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দেহে অক্সিজেনের ঘনমাত্রা কমে যাওয়ায় তাঁদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উভয়কে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা যায়, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত প্রথিতযশা এ চিকিৎসক ও তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাঁদের দেহে অক্সিজেনের ঘনত্ব যথাক্রমে শতকরা ৮০ থেকে ৮৫ ভাগ ও ৮৫ থেকে ৯০ ভাগ। এ অবস্থায় তাদের দুইজনকেই আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

ডা. ইদ্রিস গত ৩০ মার্চ সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। পরে অবস্থার অবনতি হলে গত ৪ এপ্রিল তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রখ্যাত এই স্পাইন সার্জন ২০১০ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী। তাঁদের আশু সুস্থতা কমনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ডা. এম ইদ্রিস আলীর পরিবার। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক