করোনা টিকা নিয়েছেন ৩১ লাখের অধিক, পার্শ্বপ্রতিক্রিয়া ৭৩৩

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণহারে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে এখন পর্যন্ত ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে ৭৩৩ জনের দেহে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত নিয়মিত করোনা ভ্যাকসিন আপডেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, আজ টিকা কার্যক্রমে রাজধানীসহ সারাদেশের সরকারি হাসপাতাল ও অন্যান্য ভ্যাকসিন কেন্দ্রে মোট এক লাখ ২৫ হাজার ৭৫২ জন টিকা গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে ৭৫ হাজার ১৫৫ জন পুরুষ ও ৫০ হাজার ৫৯৭ জন নারী রয়েছেন। এদিন টিকা গ্রহীতাদের মধ্যে ২২ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন।
টিকা গ্রহীতাদের বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে ঢাকা বিভাগে নয় লাখ ৪১ হাজার ৩৩৯ জন, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রাম বিভাগে ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, রাজশাহী বিভাগে তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুর বিভাগে দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনা বিভাগে তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশাল বিভাগে এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন ও সিলেট বিভাগে এক লাখ ৯২ হাজার ৯১ জন টিকা নিয়েছেন।
এ পর্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্টকারী ৭৩৩ জনের মধ্যে মধ্যে ঢাকা বিভাগে ২৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫৯ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ৯৮ জন, বরিশাল বিভাগে ২৫ জন ও সিলেট বিভাগে ৩৩ জন রয়েছেন।
এদিকে আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সারাদেশে ভ্যাকসিন গ্রহেণের জন্য মোট ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন নিবন্ধন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। পরে সাত জানুয়ারি থেকে গণহারে টিকাদান শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে শুধুমাত্র অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক, চিকিৎসক ও সম্মুখ সারিতে কাজ করা ব্যক্তিদের টিকা প্রদান করা হচ্ছে।
-
০৮ এপ্রিল, ২০২১
-
২৮ মার্চ, ২০২১
-
২৪ মার্চ, ২০২১
-
২১ মার্চ, ২০২১
-
১৮ মার্চ, ২০২১
-
১৬ মার্চ, ২০২১
-
১২ মার্চ, ২০২১
-
১১ মার্চ, ২০২১
-
১০ মার্চ, ২০২১
-
০৯ মার্চ, ২০২১
