২৫ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:২০ পিএম

দক্ষিণ আফ্রিকায় বুস্টার ডোজ পরীক্ষা চালাবে মডার্না

দক্ষিণ আফ্রিকায় বুস্টার ডোজ পরীক্ষা চালাবে মডার্না

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্টসহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন কোম্পানি মডার্নার টিকা প্রয়োগ করা হচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরনের উপর টিকাটি কার্যকর ফলাফল পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় দেশটিতে টিকার বুস্টার ডোজের পরীক্ষা চালাবে মডার্না।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে মডার্নার ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। তবে পরীক্ষায় দেখা গেছে, তাদের তৈরি ওই টিকা দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরনের বিরুদ্ধে কম সুরক্ষা দেয়। এই প্রেক্ষাপটে মডার্না করোনার এই ধরনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য টিকার বুস্টার ডোজ তৈরি করেছে।

মডার্না জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরনটি লক্ষ্য করে তারা মানুষের ওপর তাদের টিকার বুস্টার ডোজের পরীক্ষা চালাতে প্রস্তুতি নিয়েছে।

বিভিন্ন কৌশলে এই পরীক্ষা করা হবে উল্লেখ করে মডার্না জানিয়েছে, তাদের মূল টিকাটির সঙ্গে অতিরিক্ত হিসেবে দেওয়া হবে বুস্টার ডোজ। মূল টিকার সঙ্গে বুস্টার ডোজের সংমিশ্রণ করা হবে। এর মাধ্যমে কোন কৌশল অধিক সুরক্ষা দেয় তাও যাচাই করা হবে বলে জানিয়েছে মডার্না।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার নতুন ধরনটি অধিক সংক্রামক ও বিপজ্জনক বলে বিবেচিত হচ্ছে। এই ধরন ইতিমধ্যে বিশ্বের অন্তত ৪০টি দেশে শনাক্ত হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও