২৪ জানুয়ারী, ২০২১ ১১:৪০ এএম

বিসিপিএসের কাউন্সিল নির্বাচন ২৬ ফেব্রুয়ারি

বিসিপিএসের কাউন্সিল নির্বাচন ২৬ ফেব্রুয়ারি
বিসিপিএস ভবন। ছবি: মেডিভয়েস।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের (বিসিপিএস) কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। গত ১৯ নভেম্বর এক চিঠিতে এ কথা জানানো হয়। 

বিসিপিএসের নির্বাচন কমিশন চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাহাম্মদ আফজাল হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, কলেজের নিয়মানুযায়ী কোনো ফেলোর চার বৎসর পর্যন্ত কলেজের চাঁদা বাকি থাকলে তিনি ভোটার হতে পারবেন না।

এতে আরও বলা হয়েছে, ২০১৮ জানুয়ারী হতে অদ্যাবধি যারা এফসিপিএস পাস করেছেন তারা চাঁদা ব্যতিরেকেই ভোটার হয়েছেন। তবে ছয় জানুয়ারির মধ্যে যারা চাঁদা পরিশোধ করবেন তাদের নাম ৭ জানুয়ারি তারিখের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং তাঁরা নির্বাচনে প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক হতে পারবেন।

আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে চাঁদা পরিশোধ করলে তারা ভোটার হতে পারবেন, কিন্তু নির্বাচনে প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক হতে পারবেন না।

ভোট প্রদানকালে বিসিপিএস প্রদত্ত পরিচয়পত্র প্রদর্শন করার বাধ্যবাধকতার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

►চিঠি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত