রাজশাহীতে বিদেশি মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

মেডিভয়েস রিপোর্ট: গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী বারিন্দ্র মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের বিদেশি শিক্ষার্থী জাফর ইকবাল শরীফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৬ বছর।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে কলেজের ফরেনার হোস্টেলে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা গেছে, নিহতের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ মেদিনীপুরে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে দেশে চলে যান তিনি। প্রফেশনাল পরীক্ষা সামনে রেখে গত তিন দিন আগে রাজশাহীতে আসেন ইকবাল শরীফ।
রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বি.কে দাম গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতির কারণে ইকবাল ভারতেই অবস্থান করছিলেন। কিছুদিন আগে তিনি বাংলাদেশে এসে রাজধানী ঢাকায় তাঁর এক বন্ধুর কাছে ছিলেন। গত তিন দিন তিনি রাজশাহী গিয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হোস্টেলে থাকার জন্য ওঠেন।
হোস্টেলে আগে প্রতি কক্ষে দু’জন বিদেশি শিক্ষার্থী থাকলেও এখন করোনা পরিস্থিতির কারণে একজন করে শিক্ষার্থী রাখা হয়। রাতে সবার অজান্তে ইকবাল জাফর নিজের হোস্টেল কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তিনি জানান, সন্ধ্যার পর বেশিরভাগ শিক্ষার্থীই বাইরে যান। রাতে তাঁরা ফিরে ইকবালকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন। এরপর তাঁরা মরদেহ নামিয়ে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ইকবালের মানসিক সমস্যা ছিল। এর আগে দু’বার তাঁকে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়েছে। তাঁর আত্মহত্যার বিষয়টি রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে জানানো হয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন বলেও জানিয়েছেন ডা. বি.কে দাম।
রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর জানান, খবর পেয়ে তাঁরা কলেজের হোস্টেলে পৌঁছেছেন। বর্তমানে মৃতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। হোস্টেলের সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে ইকবাল আত্মহত্যা করেছেন বলে তাঁরা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রাথমিকভাবে জেনেছেন।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুম মুনীর।
-
২০ ফেব্রুয়ারী, ২০২১
-
২৩ জানুয়ারী, ২০২১
-
১৭ জানুয়ারী, ২০২১
-
১৫ জানুয়ারী, ২০২১
-
০৫ ডিসেম্বর, ২০২০
-
১০ অক্টোবর, ২০২০
-
১১ সেপ্টেম্বর, ২০২০
-
১০ সেপ্টেম্বর, ২০২০
-
১১ অগাস্ট, ২০২০
-
২৮ এপ্রিল, ২০২০
