এফসিপিএস পার্ট-২ পেডিয়াট্রিক্স বিভাগের পরীক্ষা ২৩ জানুয়ারি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের (বিসিপিএস) অধীনে এফসিপিএস পার্ট-২ এর পেডিয়াট্রিক্স বিভাগের অবজেক্টিভ স্ট্রাকচার্ড প্রাকটিক্যাল পরীক্ষা (ওএসপি) ও ইন্ট্রোপারেটিভ ইকোকার্ডিওগ্রাফি (আইওই) পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিসিপিএসের ওএসপি চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক রুহুল আমিন এবং অনারারি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিপিএসের অধীনে এফসিপিএস পার্ট-২ এর পেডিয়াট্রিক্স বিভাগের ওএসপি ও আইওই পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি বিসিপিএস অডেটরিয়ামে সকাল পৌনে আটটায় শুরু হবে। পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের অন্তত ১৫ মিনিট আগে উপস্থিত হতে হবে। অন্যথায় পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।
পরীক্ষার্থীদের একই সঙ্গে পেশাগত অ্যাপ্রোন পরে আসার কথা উল্লেখ করে এতে আরও বলা হয়েছে, পরীক্ষা চলাকলে তাঁরা শুধুমাত্র এডমিট কার্ড ও বলপেন সঙ্গে রাখতে পারবেন। প্রয়োজনে তাঁরা স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিতে পারবেন।
এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় ‘নো মাস্ক, নো এন্ট্রি’ নীতি মেনে চলা হবে। পরীক্ষার্থীদের করোনার সংক্রম রোধে সকল স্বাস্থ্যবিধি মেনে চলাতে বলা হয়েছে।
-
২২ জানুয়ারী, ২০২১
-
১১ জানুয়ারী, ২০২১
-
১০ জানুয়ারী, ২০২১
-
১০ জানুয়ারী, ২০২১
মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকদের পরীক্ষা
সংক্রমিতদের মৌখিক পরীক্ষায় নমনীয় মেডিকেলগুলো
-
০২ জানুয়ারী, ২০২১
-
২৬ ডিসেম্বর, ২০২০
-
২৩ নভেম্বর, ২০২০
-
১৬ নভেম্বর, ২০২০
-
১৬ অক্টোবর, ২০২০
-
১৬ অক্টোবর, ২০২০