‘করোনার প্রথম ভ্যাকসিন জনসমক্ষে প্রধানমন্ত্রীর নেয়া উচিত’

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন জনসমক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মত তুলে ধরেন তিনি।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভ্যাকসিনের ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে, পয়লা টিকাটা নেয়া উচিত প্রধানমন্ত্রীর। পাবলিকলি টেলিভিশনের সামনে টিকা উনি নিলে লোকের আস্থা জন্মাবে। পাশাপাশি প্রত্যেক মন্ত্রীর জেলা শহরে গিয়ে সবার আগে ভ্যাকসিন নেয়া উচিত। তাহলে লোকের আস্থা জন্মাবে এবং তাদের বুঝিয়ে বলা যাবে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান গতকাল বুধবার বলেছেন, এ মাসের ২৭ বা ২৮ তারিখে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা দেওয়া শুরু হতে পারে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিতে পারেন। এদিন সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়া হবে। তবে তারিখ ও হাসপাতাল এখনো চূড়ান্ত হয়নি।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আরও বলেছেন, বেক্সিমকোর মাধ্যমে আসা টিকা ৮ ফেব্রুয়ারির আগে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। তারপরই একযোগে দেশব্যাপী টিকা দেওয়া শুরু হবে। ১৮ বছরের কম বয়সী, অন্তঃসত্ত্বা নারীসহ মোট সাত কোটি মানুষ টিকা পাবে না।
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
করোনা পরিস্থিতিতে আয়োজনে ভিন্নতা
এসওএসবির জাতীয় সেমিনার ৬-৮ মার্চ
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
