২৮৮টি জুনিয়র কলসালটেন্ট পদকে বিষয়ভিত্তিক বিভাজনে কমিটি গঠন

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের অধীন ২৮৮টি বিষয়বিহীন জুনিয়র কনসালটেন্ট পদকে বিষয়ভিত্তিক বিভাজনে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।
আজ বুধবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিষয়বিহীন জুনিয়র কনসালটেন্টের ২৮৮টি পদকে বিষয়ভিত্তিক বিভাজনের জন্য কমিটি গঠন করা হলো।
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) সভাপতি ও পারসোনেল-৪ এর উপসচিবকে সদস্য সচিব করে কমিটির অপর সদস্যরা হলেন, সেবা বিভাগের পারসোনেল শাখার যুগ্মসচিব ও পারসোনেল-৩ এর উপসচিব।
এছাড়া কমিটির চাইলে সদস্য সংখ্যা বাড়াতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা আদেশের অনুলিপি সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন), পারসোনেল শাখার যুগ্মসচিব, উপসচিব, স্বাস্থ্য সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
