০৬ জানুয়ারী, ২০২১ ০৫:০৯ পিএম

ক্যান্সার রোগীদের সাড়ে ৫ কোটি টাকা মওকুফ করলেন চিকিৎসক

ক্যান্সার রোগীদের সাড়ে ৫ কোটি টাকা মওকুফ করলেন চিকিৎসক
ডা. ওমর আতিক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে ২০০ জন ক্যান্সার রোগীর প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার বিল মওকুফ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের চিকিৎসক ডা. ওমর আতিক।

আজ বুধবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মহামারি শুরুর পর ডা. আতিক বুঝতে পারেন যে তাদের হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের একটি বড় অংশ চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। এরপর তিনি তাঁর স্ত্রীর সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেন।

ডা. আতিক ক্রিসমাসের সময় ২০০ রোগীকে চিঠি দিয়ে জানিয়ে দেন যে, তিনি তাদের বকেয়া মওকুফ করে দিয়েছেন।

তবে এমন মহৎ উদ্যোগের জন্য চড়া মাশুলও গুনতে হয়েছে । প্রায় ৩০ বছর ধরে চালানো ক্লিনিকটি গত বছর বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ডা. আতিক।

এবিসি'র গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে ডা. আতিক বলেন, ‘আমার মনে হল মহামারির মধ্যে বহু মানুষ ঠিকানা হারিয়েছে। অনেকের আপনজন মারা গেছেন এবং ব্যবসা-বাণিজ্য সব হারিয়ে নিঃস্ব হারিয়েছেন অনেক মানুষ। ফলে বকেয়া মওকুফের জন্য এর চেয়ে ভালো সময় আর কী হতে পারে!’

পাকিস্তানি বংশোদ্ভূত এই মার্কিন চিকিৎসক ১৯৯১ সালে আরকানসাস অঙ্গরাজ্যের পাইন ব্লাফ শহরে আরকানসাস ক্যান্সার ক্লিনিক প্রতিষ্ঠা করেন।

ওই ক্লিনিকে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির মত চিকিৎসা দেয়া হতো।

ডা. আতিক লিটল রকের ইউনিভার্সিটি অব আরকানসাস ফর মেডিকেল সায়েন্সেসে একজন অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও