১৫ ডিসেম্বর, ২০২০ ০৪:২১ পিএম

আবারও বাড়ছে মৃতের সংখ্যা, আক্রান্ত ১৮৭৭

আবারও বাড়ছে মৃতের সংখ্যা, আক্রান্ত ১৮৭৭
পুরনো ছবি।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আবারও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৩৭ জনের। এর আগের দিন ৩২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চললে করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন অনেকে। 

গত ২৪ ঘণ্টায় মৃত ৪০ জনের মধ্যে পুরুষ ২৬ ও নারী ১৪ জন। মৃতদের মধ্যে ৩৯ জন হাসপাতালে এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ১২৯ জনে। 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৩২টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩০ লাখ পাঁচ হাজার ৫১২টি। এ সময়ে আক্রান্ত হিসেবে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৭৭ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৯৪ হাজার ২০৯ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৮৮৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ২৬ হাজার ৭২৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার নয় দশমিক ৮৫ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এ পর্যন্ত মোট মৃত সাত হাজার ১২৯ জনের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৪৩৯ (৭৬ দশমিক ২৯ শতাংশ) ও নারী এক হাজার ৬৯০ জন (২৩ দশমিক শূন্য ৭১ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মৃত ৪০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, ‌চল্লি‌শোর্ধ্ব তিনজন, পঞ্চা‌শোর্ধ্ব সাতজন এবং ষা‌টোর্ধ্ব ২৮ জন।

বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রামে ১০জন, খুলনায় একজন, সি‌লেটে একজন, রংপুর দুইজন এবং ময়মনসিংহে দুইজন রয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক