করোনায় আক্রান্ত গোপালগঞ্জের সিভিল সার্জন

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। চলতি মাসের ১৯ তারিখে তিনি করোনায় আক্রান্ত হন।
বুধবার (২৫ নভেম্বর) তিনি মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নিয়াজ মোহাম্মদ তার স্ত্রী শাহেলা শারমিন, পাঁচ বছর বয়সি মেয়ে তাহমিদা নাওয়াল ও ১৭ বছর বয়সি ছেলে মাহাদী মুহতাসিমসহ পরবিারের পাঁচ সদস্যই করোনাই আক্রান্ত হয়েছেন।
ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘গত ১৮ নভেম্বর বুধবার আমার স্ত্রী প্রথম করোনায় আক্রান্ত হয়। এর পরদিন আমিসহ পরিবারের সবারই করোনা পজেটিভ আসে। তবে হাসপাতালে যাওয়ার মতো গুরুতর সমস্যা হয়নি।’
তিনি বলেন, ‘করোনার যেসব উপসর্গ রয়েছে তার মধ্যে গলা এবং শরীরে হালকা ব্যাথা অনুভব করছি। এছাড়া সর্দি-কাশিও রয়েছে। এমন অবস্তায় আপাতত বাসাতেই আছি।’
ডা. নিয়াজ মোহাম্মদ ও তার পরিবারের সদস্যদের করোনা থেকে মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
-
২৫ নভেম্বর, ২০২০
মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকদের পরীক্ষা
সংক্রমিতদের মৌখিক পরীক্ষায় নমনীয় মেডিকেলগুলো
কিনছে ৩০ লাখ ডোজ কোভিশিল্ড
বেসরকারিভাবেও টিকা বিক্রি করবে বেক্সিমকো
