করোনায় প্রাণ গেল ঢামেক প্রশাসনিক কর্মকর্তার

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম। মঙ্গলাবার (২৪ নভেম্বর) রাত আটটা ৩৫ মিনিটে মারা যান তিনি।
আজ বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন রাশেদুল ইসলাম। তবে ক্রমাগতভাবে তাঁর অবস্থার অবনতি হচ্ছিল।’
পরিচালক বলেন, ‘অবস্থার অবনতি হওয়ায় তাকে গত আট দিন আগে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। গত দু’দিন আগে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়। অর্থাৎ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
এর আগে রাশেদুল ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ক্যান্সার ভালো হয়ে যাওয়া পর করোনায় আক্রান্ত হন।
তার গ্রামের বাড়ি দিনাজপুরে। বর্তমানে পরিবার নিয়ে মোহাম্মদপুরে থাকতেন।
পরিবার সূত্রে জানা গেছে, তার স্ত্রী আরজিনা খাতুনও করোনায় আক্রান্ত ছিলেন। তবে তিনি সুস্থ হয়েছেন। আদনান নামে তাদের এক পুত্রসন্তান রয়েছে।
-
১১ ডিসেম্বর, ২০২০
-
১০ ডিসেম্বর, ২০২০
-
২৭ নভেম্বর, ২০২০
-
০১ নভেম্বর, ২০২০
-
২৮ অক্টোবর, ২০২০
-
২৭ অক্টোবর, ২০২০
বিশ্ব স্ট্রোক দিবসের কর্মশালায় বক্তারা
দেশের ৫ ভাগ মানুষই স্ট্রোকের ঝুঁকিতে!
-
১৭ অক্টোবর, ২০২০
ক্লিনিক্যাল একাডেমিক কার্যক্রম সচলের উদ্যোগ
পেশাগত পরীক্ষা আয়োজনে ঢামেকে একাডেমিক মেডিসিন ওয়ার্ড চালু
-
১১ অক্টোবর, ২০২০
-
১১ অক্টোবর, ২০২০
করোনাভাইরাস সংক্রমণ
কিংবদন্তি সার্জন অধ্যাপক ডা. মির্জা মাজহার আর নেই
-
০৫ অক্টোবর, ২০২০
মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকদের পরীক্ষা
সংক্রমিতদের মৌখিক পরীক্ষায় নমনীয় মেডিকেলগুলো
কিনছে ৩০ লাখ ডোজ কোভিশিল্ড
বেসরকারিভাবেও টিকা বিক্রি করবে বেক্সিমকো
