১৬ নভেম্বর, ২০২০ ০৮:০৯ পিএম

এফসিপিএস পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাড়লো

এফসিপিএস পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বাড়লো

মেডিভয়েস রিপোর্ট: জানুয়ারি ২০২১ এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার রেজিস্ট্রেশন ও অর্থ জমা দেওয়ার সময় আগামী ১৯ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস)।

রোববার (১৫ নভেম্বর) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিপিএসের অধীনে এফসিপিএস পার্ট-১, এফসিপিএস মিডটার্ম, প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-২, এফসিপিএস পার্ট-২ (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) এবং এমসিপিএস পরীক্ষা ২০২১ এর রেজিস্ট্রেশন ও অর্থ জমা দেওয়ার সময় ১৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তারিখ অপরিবর্তিত থাকবে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত