২৫ অক্টোবর, ২০২০ ০৪:১০ পিএম

গোপালগঞ্জে চিকিৎসকের উপর হামলার ঘটনায় বিএমএর নিন্দা

গোপালগঞ্জে চিকিৎসকের উপর হামলার ঘটনায় বিএমএর নিন্দা

মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত অবস্থায় মেডিকেল অফিসার ডা. মোত্তাকীন আল-আমীনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।

আজ রোববার (২৫ অক্টোবর) বিএমএ দপ্তর সম্পাদক ডা. মোহা. শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপালগঞ্জের মকসুদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোত্তাকীনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মাহসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

বিএমএ নেতৃবৃন্দ পুলিশের হাতে আটক ওই সন্ত্রাসী হামলার সাথে জড়িত এনামুল ইসলামসহ বাকিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে শাস্তির দাবি জানিয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক