১১ অক্টোবর, ২০২০ ০১:১৮ পিএম
করোনাভাইরাস সংক্রমণ

কিংবদন্তি সার্জন অধ্যাপক ডা. মির্জা মাজহার আর নেই

কিংবদন্তি সার্জন অধ্যাপক ডা. মির্জা মাজহার আর নেই
অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম

মেডিভয়েস রিপোর্ট: উপমহাদেশের অন্যতম বয়োজ্যেষ্ঠ সার্জন ও ভাষা সৈনিক অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম আর নেই।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ রোববার (১১ অক্টোবর) বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম ১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে এমবিবিএস পাস করেন। পরে ১৯৮৫ সালে একই মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এ ছাড়া তিনি ১৯৮২-৮৩ সেশনে সোসাইটি অব সার্জন’স অব বাংলাদেশের (SOSB) সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক লাভ করেন অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। 

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক