১৩ অগাস্ট, ২০২০ ১১:০৩ এএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হকের সহধর্মিনীর মৃত্যু

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হকের সহধর্মিনীর মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীয় সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. আফম রুহুল হকের সহধর্মিণী ইলা হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১০ টার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী ছিলেন।

ইলা হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। এক শোকবার্তায় সংগঠনটির সভাপতি এম ইকবাল আর্সলান বলেন, স্বাচিপের প্রাক্তন সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির সহধর্মীনি ইলা হকের মৃত্যুতে আমরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

বিএসএমএমইউ ও স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা

গ্রামে স্বাস্থ্যসেবা গিতে গিয়ে ১৮ সমস্যার মুখোমুখি চিকিৎসকরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক