০৪ অগাস্ট, ২০২০ ০৩:৫৫ পিএম

মাস্ক না পরে বাড়ির বাইরে, নয়জনকে জরিমানা

মাস্ক না পরে বাড়ির বাইরে, নয়জনকে জরিমানা
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মুখে মাস্ক ব্যবহার না করে বাইরে বের হওয়ায় নয়জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত বগুড়ার শেরপুরে এ অর্থদণ্ড দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী সেখ। উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড, গাড়িদহ বাজার, দশমাইল বাজার ও মহিপুর বাজার এলাকায় এই অভিযান চলে।

একই সঙ্গে উপজেলার বিভিন্ন জায়গায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হয়।

প্রসঙ্গত, করোনাভাইরাস প্রতিরোধে ধর্মীয় উপাসনালয় এবং সামাজিক অনুষ্ঠানসহ সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করে সরকার। গত ২১ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের জনস্বাস্থ্য-১ অধিশাখার উপ-সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত ওই পরিপত্রে করোনা রোগীর উপস্থিতিতে বাসাবাড়িসহ ১২টি স্থান নির্দিষ্ট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব স্থানে মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক