১৭ জুলাই, ২০২০ ০৯:০৮ এএম

পটুয়াখালীতে চিকিৎসক ওসি ব্যাংকার করোনায় আক্রান্ত

পটুয়াখালীতে চিকিৎসক ওসি ব্যাংকার করোনায় আক্রান্ত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল হক ও গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার রতন কুমার মজুমদার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আকতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার আক্রান্তদের নমুনা বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয় আর বৃহস্পতিবার রিপোর্ট আসে। এতে তাদের সবার পজিটিভি ফল আসে। 

এ নিয়ে বাউফল উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা হল ৯১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। করোনা উপসর্গে মারা গেছেন ১৪ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৩২৩ জন। মারা গেছেন ২,৪৯৬ জন। সুস্থ হয়েছেন এক লাখ ৬ হাজার ৯৬৩ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৩৭ লাখ। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৮৭ হাজার। সুস্থ হয়েছেন ৮১ লাখ ৫৭ হাজার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক