১৩ জুলাই, ২০২০ ০২:৪২ পিএম

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৯৯

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৯৯
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩৯১ জনে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন পরীক্ষায় আরও ৩ হাজার ৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনের দেহে করোনা শনাক্ত হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক