১৫ মে, ২০২০ ০৪:৫৯ পিএম

বিএসএমএমইউর মেডিসিনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ

বিএসএমএমইউর মেডিসিনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ
অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত।

বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে কর্মরত আছেন। 

তার স্ত্রী ডা. মেহরুবা আলম অনন্যাও একজন প্রখ্যাত চিকিৎসক। তিনি একজন হরমোন বিশেষজ্ঞ।

বিভিন্ন মহলের অভিনন্দন

বিএসএমএমইউ মেডিসিন বিভাগের নতুন চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাতকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল। নতুন পথচলায় শুভকামনা জানানোর পাশাপাশি অনেকে তাঁর প্রতি ভালবাসা জ্ঞাপন করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যার সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আলগিন এক অভিনন্দন বার্তায় বলেন, ‘অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাতকে শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি একজন সেরা চিকিৎসক বাংলাদেশের মেডিসিনের গৌরব। একইভাবে লোকসেবী ও সজ্জন।’

ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার ও জেনারেল হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, ‘আলহামদুলিল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত। তিনি একজন সেরা চিকিৎসক। বাংলাদেশের মেডিসিনের গৌরব। স্যারকে অভিনন্দন।’

নবীন চিকিৎসকদের সঙ্গে অধ্যাপক আরাফাতের অভিজ্ঞতা বিনিময়ের কথা তুলে ধরে বিএসএমএমইউর বেসরকারি রেসিডেন্ট ডা. মুনিম রেজা বলেন, ‘আমার গত ব্লক ছিল মেডিসিনে আরাফাত স্যারের ইউনিটে। বেড সাইডে স্যার রোগ নিয়ে অনেক প্রাক্টিক্যাল নলেজ শেয়ার করেন। এটা আমার কাছে খুব ভালো লাগতো। স্যারের কাছে আমার একটা আবেদন আছে। রোটেশনে অন্যান্য সাবজেক্টের যাদের প্লেসমেন্ট হয় মেডিসিনে তাদের মাদার সাবজেক্টের মেডিসিন রিলেটেড বিষয় নিয়ে যদি নিয়মিত আলাদা করে কিছু ক্লাসের ব্যবস্থা করা যায়, তাহলে রোটেশনে যাদের মেডিসিনে প্লেসমেন্ট হয় তারা অনেক বেশি উপকৃত হবেন। আশা করি, স্যার এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিবেন। স্যারের জন্য শুভকামনা।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত