০৮ মে, ২০২০ ১১:২১ এএম

কুড়িগ্রামে ওসি ও তিন স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের করোনা শনাক্ত

কুড়িগ্রামে ওসি ও তিন স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের করোনা শনাক্ত

মেডিভয়েস রিপোর্ট: কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ (সিনিয়র নার্স) মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক ওয়ার্ড বয় ও একজন ক্লিনারও আছেন।

শুক্রবার (৮ মে) কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কুয়েত পল্লী গ্রামের এক নারীসহ তিন জন এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক ওয়ার্ড বয় ও ক্লিনারের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, ভূরুঙ্গামারী উপজেলায় তিন জন এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুই জন আক্রান্ত হয়েছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম বলেন, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের দায়িত্বে থাকা এক ওয়ার্ড বয় ও এক ক্লিনারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। তবে তাদের কোনো উপসর্গ নেই। রুটিন চেকআপ-এর অংশ হিসেবে নমুনা পরীক্ষা করা হলে তারা শনাক্ত হন। তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ নিয়ে জেলায় মোট ৩২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এদের মধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
স্বাস্থ্য মন্ত্রণালয়ে এমবিবিএস গ্র্যাজুয়েটদের আবেদন

বিসিএস পরীক্ষা: সবার বয়স বাড়লেও সুখবর নেই চিকিৎসকদের

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

আউটডোরে ৪৫০-৫০০ রোগী দেখেন ২ চিকিৎসক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক