যুদ্ধের মধ্যেও বাবা রোগীদের নিয়েই ভাবতেন: শহীদ ডা. মারওয়ানের মেয়ে

মেডিভয়েস রিপোর্ট: ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক চিকিৎসক মারওয়ান সুলতান নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, গাজা সিটির নিজ বাসভবনে অবস্থানকালে তাঁর কক্ষে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। ঘটনাস্থলেই মারা যান ডা. মারওয়ান। এই হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।
ডা. মারওয়ান দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় যুক্ত ছিলেন। তিনি মানবতা, সহমর্মিতা ও নিষ্ঠার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে গাজাবাসীর কাছে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে ও সাধারণ মানুষের মাঝে।
ডা. মারওয়ানের মেয়ে লুবনা আল-সুলতান বলেন, ‘আমার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি শুধুই একজন চিকিৎসক ছিলেন, যিনি যুদ্ধের মধ্যেও রোগীদের নিয়ে চিন্তিত থাকতেন।’
ইসরায়েলের দাবি ও গাজার প্রতিক্রিয়া
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা সিটিতে হামাসের একজন ‘গুরুত্বপূর্ণ’ সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। তবে এ হামলায় বেসামরিক লোকজন নিহত হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।
অন্যদিকে, গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে ‘চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত জঘন্য অপরাধ’ বলে আখ্যা দিয়েছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে।
গাজার স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত
ইসরায়েলি আগ্রাসনে ইতোমধ্যেই একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ইন্দোনেশীয় হাসপাতাল। পরবর্তীতে হাসপাতালটিকে পরিষেবা দেওয়ার অযোগ্য ঘোষণা করা হয়। জাতিসংঘ জানিয়েছে, উত্তর গাজা গভর্নরেটে বর্তমানে কোনো কার্যকর হাসপাতাল অবশিষ্ট নেই।
এছাড়া, গাজার আল-মাওয়াসির এলাকায় তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলি হামলায় আরও অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ আহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ১৩৯ জন নিহত হয়েছেন।
এসএইচবি/
-
০৫ জানুয়ারী, ২০২৫
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা
সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়
