এসএসএমসির আইডিএসের নির্বাচনে সভাপতি ডা. ইফতেখার, সম্পাদক ডা. ইমরান

মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর ১২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ইন্টার্ন চিকিৎসকদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে সভাপতি হয়েছেন ডা. ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হয়েছেন ডা. ইমরান হুসাইন।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে ২৩০ জন ভোটারের ১৯৯ জন ভোট দিয়েছেন। সে হিসাবে ৮৬ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে ১৩১ ভোট পেয়ে সোসাইটির সভাপতি হয়েছেন ডা. ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী ডা. রাইদা সালসাবিল আহমেদ পেয়েছেন ৬৭।
ডা. ইমরান হুসাইন ১০২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডা. নূর মোহাম্মদ গোলাম দাস্তগীর। তার প্রাপ্ত ভোট ৯৩।
সহ-সভাপতি হয়েছেন ডা. হাবিবুর রহমান নয়ন। তিনি পেয়েছেন ১২২ ভোট। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. মো নাহিদ ইমরোজ উৎস পেয়েছেন ৭৬ ভোট।
নির্বাচনে যুগ্ম সম্পাদক হয়েছেন ডা. তহুরা তাসনিম (৬৫ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ডা. আদিবা সাইফুল মাইশা (৩৬ ভোট)। এ ছাড়াও ডা. আহমেদ সাকলাইন (৩৫ ভোট), ডা. খাদিজা বিনতে ইসলাম শেফা (৩১ ভোট) ও ডা. ইফতাহাজ আহমেদ শাফি (২৮ ভোট) প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ইন্টার্ন চিকিৎসকদের এ নির্বাচনে ১০৩ ভোট পেয়ে সাংগাঠনিক সম্পাদক হয়েছেন ডা. শাহরিয়ার আহমেদ রাহাত। তার প্রতিদ্বন্দ্বী ডা. মাইদুল ইসলামের প্রাপ্ত ভোটের সংখ্যা ৯১।
ডা. মিফতাহুল জান্নাত ১১৩ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৩ ভোট পেয়েছেন ডা. শামীম মুন্সী।
প্রধান নির্বাচন কমিশনার ডা. সামিউল বাছির লিয়নের নেতৃত্বে অন্যান্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা. নাইমুর রহমান, ডা. সাইফুল ইসলাম শাওন ও ডা. আব্দুল্লাহ আল মারুফ।
নির্বাচনে হাসপাতালের পরিচালক ব্রি. জে. মাজহারুল ইসলাম খানের পক্ষে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পেডিয়াট্রিক্স সার্জারি বিভাগের অধ্যাপক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের
ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. শেখ মো. জাহিদ বখস।
এমইউ/