ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: বরগুনা সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদানের নির্দেশ

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় বরগুনা সদর হাসপাতালে দুইটি অ্যাম্বুলেন্স (চালকসহ) প্রেরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য সেবা অধিদপ্তর। আজ সোমবার (৩০ জুন) বরিশাল বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কাছে এক চিঠিতে এ কথা বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে বরগুনা জেলায় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমতাবস্থায়, বরগুনা সদর হাসপাতালে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ২টি এ্যাম্বুলেন্স (চালকসহ) প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে আরেক নির্দেশনায় ডেঙ্গু রোগীদের দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে জেলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক আকারে প্রচারণা চালানোর কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে বিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে বলেও উল্লেখ করা হয়।
জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা তথ্য অফিসার এবং জেলা ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালকের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য পর্যালোচনা করে প্রতীয়মান হয়েছে যে, অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত রোগী বিলম্বে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।
এতে আরও বলা হয়, বরগুনা জেলায় ডেঙ্গু রোগের জীবানুবাহক এডিস মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুততম সময়ে হাসপাতালে চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ব্যাপক আকারে প্রচারণা চালানোর লক্ষ্যে যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এমইউ/