ক্যারিবীয় নারীর শরীরে নতুন রক্তের গ্রুপের সন্ধান, নাম জি নেগেটিভ

মেডিভয়েস রিপোর্ট: এক বিরল ইতিহাস গড়লেন ক্যারিবীয় নারী, যার শরীরে খুঁজে পাওয়া গেছে একেবারে নতুন এক রক্তের গ্রুপ—‘জি নেগেটিভ’। বিশ্বের ৮০০ কোটি মানুষের মধ্যে ফ্রান্সে বসবাসরত এই নারী ক্যারিবিয়ানের গোয়াডেলু দ্বীপ থেকে আসায় এই বিরল গ্রুপের নাম রাখা হয়েছে ‘গোয়াডা নেগেটিভ’।
চিকিৎসকরা জানান, তার রক্তে আরএইচটি ও এইচআরএস নামে দুই ধরনের এন্টিজেনের এমন ভিন্ন রূপ পাওয়া গেছে যা বিশ্বে আর কারো রক্তের সাথে মেলে না। ফলে তার রক্ত শুধু তার শরীরেই ব্যবহার করা যাবে, অন্য কারো ক্ষেত্রে নয়।
বিজ্ঞানীরা মনে করছেন, এই অদ্ভুত রক্তের গ্রুপ এসেছে তার পূর্বপুরুষদের জিনে বিরল পরিবর্তনের কারণে, যার মাধ্যমে মানুষের জিনগত বৈচিত্র ও বিবর্তন নিয়ে নতুন ধারণা তৈরি হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এমন বিরল রক্তের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন, কারণ প্রয়োজনে তার জন্য উপযুক্ত ডোনার পাওয়া প্রায় অসম্ভব। এক্ষেত্রে একমাত্র সমাধান হলো তার নিজের রক্ত সংরক্ষণ করে রাখা।
রক্তের গ্রুপ জানা থাকা কতটা গুরুত্বপূর্ণ, এই ঘটনা তার বড় প্রমাণ। ভুল রক্ত দিলে শরীরে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। তাই চিকিৎসাবিদ্যা রক্ত সঞ্চালনকে সবচেয়ে সংবেদনশীল কাজ হিসেবে দেখে।
ফরাসি বিজ্ঞানীদের এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি জীনতত্ত্ব ও মানব বিবর্তন নিয়ে নতুন আলো ফেলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা এখন এই বিরল রক্তের উৎস ও এমন রক্ত অন্য কোথাও আছে কিনা তা নিয়ে আরও গবেষণা চালাচ্ছেন।
এমআই/
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা
সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়
