৩ দিনে করোনায় আক্রান্ত ৩৪ জন

মেডিভয়েস রিপোর্ট: গত ৩ দিনে সারাদেশে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে ৫৯ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শনিবার, রোববার ও সোমবারের (২২, ২৩ ও ২৪ জুন) বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে রোববার সকাল পর্যন্ত ৭২ ঘণ্টায় মোট ৬৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। তবে এ সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
পরিসংখ্যান বলছে, অদ্যাবধি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৯৮ দশমিক ৪১ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত এবং সুস্থদের মধ্যে অধিকাংশই ঢাকা বিভাগের বাসিন্দা।
উল্লেখ্য, এ নিয়ে চলতি এ পর্যন্ত মোট ২০ লক্ষ ৫০ হাজার ৯১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৭ জনের। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন মোট ২০ লক্ষ ১৮ হাজার ৩৮০ জন মানুষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে কোভিড ১৯-এর নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ এর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সতর্ক হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
এনএএন/
-
০৭ জুলাই, ২০২৫
-
০২ জুলাই, ২০২৫
-
২৮ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
২০ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৫
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা
সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়
