০৬ জুন, ২০২৪ ০১:০৭ পিএম

মেক্সিকোতে বার্ড ফ্লুর নতুন ভ্যারিয়েশনে আক্রান্ত একজনের মৃত্যু

মেক্সিকোতে বার্ড ফ্লুর নতুন ভ্যারিয়েশনে আক্রান্ত একজনের মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: মেক্সিকোতে বার্ড ফ্লুর নতুন ভ্যারিয়েশন এ(এইচ৫এন২) টাইপে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৫ জুন) এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থাটি বলছে, এখনও এই রোগে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। খবর আল জাজিরার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৫৯ বছর বয়সী ওই বৃদ্ধ গত ২৪ এপ্রিল মেক্সিকো শহরে মৃত্যু বরণ করেন। তিনি জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং বমিভাব নিয়ে ওই দিনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তার আত্মীয় স্বজনরা জানিয়েছেন, ওই ব্যক্তি আগে থেকেই নানা রোগে আক্রান্ত ছিলেন। এমনকি তীব্র লক্ষণ প্রকাশের আগেই অন্য কারণে তিন সপ্তাহ শয্যাশায়ী ছিলেন তিনি।

ডব্লিউএইচও’র তথ্যমতে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা গিয়েছিল তিনি অজ্ঞাত ধরনের ফ্লুতে আক্রান্ত। পরে এ(এইচ৫এন২) টাইপ বার্ড ফ্লু নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটি বলছে, বৈশ্বিকভাবে এটিই প্রথম ইনফ্লুয়েঞ্জা এ(এইচ৫এন২) এর সংক্রমণের ঘটনা।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ অ্যান্ড্রু পেকোস বলেন, ওই ব্যক্তির আগের শারীরিক অবস্থা তাকে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলে। কিন্তু তিনি কিভাবে এতে সংক্রমিত হলেন তা বিরাট একটি প্রশ্ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওই ব্যক্তি কোথায় সংক্রমিত হয়েছেন তা জানা যায়নি। তবে মেক্সিকোতে পোল্ট্রি ফার্মে এই ভ্যারিয়েশনের বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর শোনা গেছে। এ ছাড়া নিহত ব্যক্তির মিচোয়াকান শহরের বাড়ির পিছনের একটি পোল্ট্রি ফার্মেও এই রোগ ছড়িয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এর সাথে ওই ব্যক্তির সংশ্লিষ্টতা নিশ্চিত করতে পারেনি।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জনসাধারণের মধ্যে সংক্রমণের ঝুঁকি নেই। ওই রোগীর আত্মীয়দের সকল স্যাম্পল নেগেটিভ পাওয়া গেছে।

এদিকে বার্ড ফ্লুর এ(এইচ৫এন১) ভ্যারিয়েশনে মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অতীতে বিভিন্ন সময়ে এই রোগের নানা ভ্যারিয়েশনে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হয়েছে। গত ২০২১ সালে চীনে এ(এইচ৫এন৬) ভ্যারিয়েশনে আক্রান্ত হয়ে ১৮ জন মারা যান।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রস্তাবিত স্বাস্থ্য নীতিমালা সংশোধনের দাবি

টেস্ট রিপোর্টে স্বাক্ষর প্রদান অন্তর্ভুক্তি চান বায়োকেমিস্টরা

বিভিন্ন ব্লকের সামনে নতুন ব্যানার

বিএসএমএমইউর নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

প্রস্তাবিত স্বাস্থ্য নীতিমালা সংশোধনের দাবি

টেস্ট রিপোর্টে স্বাক্ষর প্রদান অন্তর্ভুক্তি চান বায়োকেমিস্টরা

বিভিন্ন ব্লকের সামনে নতুন ব্যানার

বিএসএমএমইউর নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

বিশ্ব ক্যান্সার দিবস পালনে নানা কর্মসূচি

দেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্ত ১০৬, বিএসএমএমইউর গবেষণা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও