০৮ অক্টোবর, ২০২৩ ১২:৫৮ পিএম
ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ

ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষা মে ২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
রোববার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে গত ৪ অক্টোবর সন্ধ্যায় ঢাবির চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী বলেছেন, ‘আমাদের তরফ থেকে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ন্ত্রক অফিসে ফলাফলের তথ্যাদি বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রোভিসি স্যার এলেই সই করিয়ে নেওয়া হবে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) না হলে রোববার (৮ অক্টোবর) প্রোভিসি স্যার সই করার পর ফলাফল প্রকাশিত হবে।’
ফলাফল দেখতে ভিজিট করুন (https://www.ducmc.com/result.php)
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত